জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর
আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...
সোয়েব সাঈদ, রামু
রামুতে ৬ হাজার ইয়াবা সহ ১ জনকে আটক করেছে পুলিশ। আটক সিরাজুল ইসলাম (৫২) ফেনী জেলার সদর থানার রামপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে।
জানা গেছে, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে এএসআই এজাহার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ মার্চ) বেলা দেড়টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা বাগান মোড় এলাকায় যাত্রীবাহী চেয়ারকোচ মারছা বাসে তল্লাশী চালায়। এসময় ৬ হাজার ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার টাকা সহ সিরাজুল ইসলামকে আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানিয়েছেন- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত