সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ২:০৮ পিএম

কক্সবাজারের রামুতে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত টমটম চালক সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ররিবার, ৩ আগস্ট সকাল আটটার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল করিম জানান- সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহত সোহেলের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেছানো ছিলো।

পরে গ্রামবাসী রামু থানাকে বিষয়টি অবহিত করলে রামু থানার উপ-পরিদর্শক আরমান আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। গ্রামবাসীর উপস্থিতিতে পুলিশ মৃতদেহ ও টমটম উদ্ধার করে।

উপ-পরিদর্শক আরমান আজাদ টমটম চালক সোহেলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। তিনি তাৎক্ষনিক ঘটনার বিস্তারিত জানাননি।

পাঠকের মতামত

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...