
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মঙ্গলবার সকালে উপজেলার বাহাছড়া ইউনিয়নের নোয়াখারী গ্রামে ইসলমাল (৭) ওই শিশুটিকে দাফন করা হয়।
সে মিয়ানমারের বুশিডং (বুথেড) গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ।
তিনি জানান, মঙ্গলবার ভোরে দুইটি নৌকায় করে আড়াই শতাধিক রোহিঙ্গা সাগর দিয়ে টেকনাফের বাহারছড়া নোয়াখালী উপকুল দিয়ে অনুপ্রবেশ করে। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছলে একটি শিশুকে ঘিরে রোহিঙ্গা নারী-পুরুষ কাদঁতে দেখা যায়। এসময় শিশুটির পাশে বসেঁ কাদঁছিল মিনারা বেগেম নামে এক রোহিঙ্গা নারী। তিনি নিহতর শিশুর মা।
তিনি বলেন, পরে কাছে জানতে পারি নৌকায় করে নাফনদী ও সাগর পাড়ি দেওয়ার সময় বেশ কয়েকজন রোহিঙ্গা শিশু শীতে কাপঁছিল। পরে সকালে ৮ টার দিকে টেকনাফে এসে পৌঁছলে দিন ইসলমাল নামে এক রোহিঙ্গা শিশু মায়ের কোলে মারা যায়।
নিহত শিশুর মা মিনারা বেগম জানান, মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার সহ করতে না পেয়ে একটি নৌকায় ৫০ জনের মতো লোক নাফনদ পাড়ি দিয়ে সাগর পথে টেকনাফে অনুপ্রবেশ করি। পালিয়ে আসার সময় নৌকায় শীতে কাপঁছিল আমার শিশুটি। নৌকায় খুব বেশি শীতে ছটফট করছিল। এপারে পৌঁছার পর ও মারা যায়।
টেকনাফ থানার ওসি মো. মাইনুদ্দিন খান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত