আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে ...
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় আগুন লেগেছে। আগুনে শিক্ষকসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাহফিজ দারুল কোরআন ইত্তিফাকিয়া নামে একটি মাদ্রাসায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক খুরুদিন দারহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী।
তিনি জানান, গত ২০ বছরের মধ্যে এটি ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ২০১৫ সালে ২০০ এর অধিক অগ্নিকাণ্ড ঘটেছে।
নিহত শিক্ষার্থীদের বয়স সঠিকভাবে জানা যায়নি। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ বছর থেকে ১৮ বছর বয়সি শিক্ষর্থী রয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া বেশ কিছু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
তথ্যসূত্র : বিবিসি
পাঠকের মতামত