প্রকাশিত: ২১/০৩/২০২০ ৯:৫১ পিএম , আপডেট: ২১/০৩/২০২০ ৯:৫৮ পিএম

মালয়েশিয়ায় করোনা ভাইরাস আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। শনিবার (২১ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।

সরকারের আহবানে সাড়া দিয়ে দেশের সাধারন জনগণ কোয়ারেন্টিনে বাস করছেন। লকডাউনের ৪র্থ দিন চলছে। রাস্তা ঘাটে নেই কোনো জনসমাগম। সর্বত্র বিরাজ করছে সুনসান নিরবতা।

দিনরাত মালয়েশিয়ার পুলিশ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। আবার প্রয়োজনে আটক ও জরিমানাও করছে অনেককে। পরিস্থিতি বিবেচনায় পুলিশকে সহযোগিতা করতে রবিবার (২২ মার্চ) থেকে মাঠে নামবে সেনাবাহিনী।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন গত মাসে কুয়ালালামপুরে একটি মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন। ওই ধর্মীয় আয়োজনে ১৬ হাজারের মতো মানুষ অংশগ্রহণ করেছিলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট আক্রান্তদের মধ্যে ৬৭০ জন মালয়েশিয়ার ওই তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট।

এ দিকে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় বসবাসরত দুই হাজার রোহিঙ্গাকে পরীক্ষার জন্য খুঁজছে দেশটির প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, কুয়ালালামপুরে এক তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন এসব রোহিঙ্গারা।

পাঠকের মতামত

মায়ানমারের রাখাইনে জোরালো হচ্ছে দুর্ভিক্ষের আশঙ্কা

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, ...

মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ...

এবার গাজার পাশে দাঁড়াল চীন, জাতিসংঘে বললো: ‘গাজা শুধু ফিলিস্তিনিদের!’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেশন-এ বক্তব্য রাখেন চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু কং। তিনি শক্তিশালীভাবে বলেন, ...

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে ...