প্রকাশিত: ১৩/১০/২০১৮ ৩:৫২ পিএম

ডেস্ক রিপোর্ট, উখিয়া নিউজ ডটকম::
দেশ থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৩ অক্টোবর) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত র‍্যাবের তিন সদস্যকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

আসাদুজ্জামান খান বলেন, ‘যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। তাই দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে। এ হামলার ঘটনায় র‍্যাব সদস্যদের মনোবলের কোনো পরিবর্তন হয়নি। তারা মাদক ও জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে র‍্যাব সদস্যদের ওপর হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করা যায় তাদের দ্রুত গ্রেফতার করতে পারবে র‍্যাব। তবে হামলাকারীদের একজন স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।’

এ সময় র‍্যাব সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে র‍্যাব নিরাপত্তার প্রতীক। তারা দক্ষতার সঙ্গে জঙ্গি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। তাদের যেখানেই দায়িত্বে দেওয়া হয়েছে সেখানেই তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা অন্য যে কেউ আইন ভঙ্গ করলে বিচার হবে না এমন ভাবার সুযোগই নেই। আইন সবার জন্য সমান। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী বিচার হবে।’

উল্লেখ, গত ১২ অক্টোবর চট্টগ্রাম সদর থানার মুরাদপুরে র‍্যাব-৭ এর একটি টিমের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ১ মাদক ব্যবসায়ী নিহত ও ৪ র‍্যাব সদস্য আহত হন।

আহত র‍্যাব সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ।

পাঠকের মতামত

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...