প্রকাশিত: ০৩/১১/২০১৬ ৭:২৮ এএম

মহেশখালী প্রতিনিধি

মহেশখালীতে গতকাল ২ নভেম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে রিদোয়ান (৩৩) নামে এক সন্ত্রাসী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১০ জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত ১১টায় মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার দুটি সন্ত্রাসী গ্রুপ নোনাছড়ি পূর্ব গোধার পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী গ্রুপের সাথে একই গ্রামের চাঁন মিয়ার পুত্র মোহাম্মদ উল্লাহ’র গ্রুপের দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল। গতকাল রাত ১১টায় মোহাম্মদ আলী গ্রুপের লোকজন নোনাছড়ি বাজারের উত্তর পাশে সফি মার্কেটের দোকানে বসে গল্প করাকালে প্রতি পক্ষ মোহাম্মদ উল্লাহ গ্রুপের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে দুগ্রুপের মধ্যে বাজার এলাকায় বন্দুকযুদ্ধ লেগে যায়। এতে মোহাম্মদ আলী গ্রুপের সন্ত্রাসী উত্তর ঝাপুয়া পাহাড়তলী গ্রামের আকতার হোছনের পুত্র রিদোয়ান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। অপর পক্ষে মোহাম্মদ উল্লাহ গ্রুপের রমজান আলী নামের আরেক সন্ত্রাসীকেও গুলিবিদ্ধ মুমূর্ষু অবস্থায় চকরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় উভয় পক্ষে অন্তত আরো ১০ জন সন্ত্রাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...

উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উৎসব

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই ...