প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৮:৩১ পিএম

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আবদুস শুক্কুর (২১) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আলী মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার (২৮ জুলাই) দুপুরে চার রোহিঙ্গা যুবককে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাসানচর থানা পুলিশ।
আটককৃতরা হলেন ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ফারুক (১৯), হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০), মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২) ও জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫)। তারা সবাই ভাসানচর রোহিঙ্গা ক্যাস্পের বাসিন্দা।

নিহতের বাবা আলী মিয়া অভিযোগ করেন, গত ২৬ জুলাই সকাল বেলা ফারুক, সেলিম, আইযুবসহ ৮ থেকে ১০ জন যুবক শুক্কুরকে গাছ কাটতে নিয়ে যায়। পরে গত মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকার সাগরে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের বাবা আলী মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। মামলার চার আসামিকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া টেকনাফে জামায়াতের জয় নিশ্চিত- মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ আসনে জামায়াত ইনশাআল্লাহ জয়ী ...

সোনাদিয়া দ্বীপের হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প

জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু এখন বিপর্যস্ত সোনাদিয়া দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প ...

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে – মুহাম্মদ শাহজাহান

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...