৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, শহীদ মৌলভী ফরিদ আহমেদ ছিলেন স্বৈরাচারী আইয়ুব খান বিরোধী আন্দোলনের সামনের সারির একজন নেতা। তিনি আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। এই কারণেই তাঁকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতার প্রয়োজন। যে নেতা দেশের প্রয়োজনে নিজের জীবন দিতেও কার্পণ্য করে না। আজ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিপ্লবী ওসমান হাদীকে জীবন দিতে হয়েছে। ভারতের কারণে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম হয়েছে। কিন্তু বাংলাদেশে মৌলভী ফরিদ আহমেদের মতো নেতা থাকলে দেশে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারতো না।
তিনি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে মৌলভী ফরিদ আহমেদের ৫৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৌলভী ফরিদ আহমেদ ছিলেন তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি। ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর রাজধানীতে নির্মম নির্যাতন ও পাশবিক কায়দায় শহীদ করা হয়।
ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীর রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বদিউল আলম। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুল আলম, ঈদগাঁও ফরিদ আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক, অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, পিএমখালীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, কক্সবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, অধ্যাপক রহমত উল্লাহ, বিএনপি নেতা নুরুল আমিন, আজিজুর রহমান সিকদার, জেলা যুবদলের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, ডা. মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদুল হক মেম্বার, ছাত্রনেতা ডা. মোহাম্মদুল হক জনি, ছাত্রনেতা আবু বকর, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ছাদেকুর রহমান, সিরাজুল হক মেম্বার, সেনাগীর মেম্বার, তাঁতী দল নেতা মুহিবুল্লাহ চৌধুরী প্রমূখ।
ইতোপূর্বে সকালে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


পাঠকের মতামত