বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির দাপট, জেলেদের অপহরণ আতঙ্ক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নাফ নদী থেকে স্থলসীমান্ত—সব জায়গায় এখন নিয়ন্ত্রণ ...
কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কে এ অভিযান চালায় রামু থানা পুলিশ।
আটক যুবক আবু তাহের (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
রামু থানার ওসি আরিফ হোসাইন ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবু তাহের নামের এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত