
জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে গোপনে হতে যাওয়া এক বাল্য বিয়ে ঠেকিয়ে দিলেন টেকনাফের ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক। অতি গোপনে হতে যাওয়া ঐ বিয়েতে বরের বয়স ১৫ ও কনের বয়স ছিল ১৩ বছর। উপজেলার হ্নীলার লেদা ষ্টেশন এলাকায় জনৈক ছিদ্দিক আহমদ ওরফে বাটার ছিদ্দিকের ছেলে হেলাল উদ্দিন (১৫) ও ওয়াব্রাং এলাকার প্রবাসী আব্দু সমদের মেয়ে জোসনা আক্তার (১৩) এর মধ্যে গোপনে বাল্য বিয়ে সম্পাদনের তোড়াজোড় চলছিল। খবর জেনে টেকনাফের ইউএনও রাতেই সাথে সাথে এ বিয়ে বন্ধ করে দেন। বাল্য বিয়ে ঠেকিয়ে দেওয়ায় ছাত্রলীগ নেতা নুরুল আমিন ফাহিম,ফরহাদসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান, রাতে ইউএনও স্যার আমাকে ফোন করে বাল্য বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। আমিও সাথে সাথে ঐ বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়ে রাতেই জরুরী ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারকে পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বাল্য বিয়ে বন্ধে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।প্রসঙ্গত গতকাল ১২ ই জুলাই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমে ‘টেকনাফে আবারো বাল্য বিয়ে : বরের বয়স-১৫;কনের বয়স-১৩’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
পাঠকের মতামত