প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ৩:২৭ পিএম

image-23347
ডেস্ক রিপোর্ট ::

প্রথমবারের মতো আট বিভাগীয় কমিশনারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং আট বিভাগীয় কমিশনাররা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বিভাগীয় কমিশনারদের আগামী এক বছরে কাজের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কতটুকু লক্ষ্য অর্জন হলো বছর শেষে তার মূল্যায়ন হবে।

বিভাগীয় কমিশনারদের সঙ্গে চুক্তি শেষে শফিউল আলম বলেন, আগে লিগ্যাল বাইন্ডিং (আইনগত বাধ্যবাধকতা) ছিল না। এখন যেহেতু চুক্তি করলাম পারস্পারিকভাবে দায়বদ্ধতার মধ্যে চলে এসেছি। প্রথমবারের মতো মাঠপর্যায়ের কাজকে টার্গেটের মধ্যে আনা হয়েছে।

সচিব বলেন, যে টার্গেটগুলো দেওয়া আছে আমরা যেন সবাই শতভাগ অর্জন করতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। খুবই কষ্টসাধ্য চাকরি, কিন্তু ইনশাআল্লাহ আশা করি, চেষ্টা করলে সব জেলা প্রশাসকদের সঙ্গে নিয়ে শতভাগ সফল হতে পারব।

বিভাগীয় কমিশনারদের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ বলেন, এ চুক্তির ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।

পাঠকের মতামত

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই ...

নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ-সারজিস-হাসনাত-জারা

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যু্ক্ত থাকা ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ...