প্রকাশিত: ০২/০২/২০১৭ ৮:৫৫ এএম

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের নির্মাণধীন বিদ্যুৎকেন্দ্র নিয়ে পক্ষে-বিপক্ষে ফের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৩৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যুৎকেন্দ্র নিয়ে ডাকা এক মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলী বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে।

জানা যায়, এস আলম গ্রুপের নির্মাণধীন বিদ্যুৎকেন্দ্র এলাকার উন্মুক্ত স্থানে মতবিনিময় সভা ডাকা হয়। এতে বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী মারা যান। তার মাথায় গুরুতর জখম ছিল। আলীর ভাই জামাল হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য: গত বছরের ৪ এপ্রিল কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে এবং পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...