ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১০:১৯ এএম

বান্দরবানের আলীকদ‌মের কুরুক পাতার ইউনিয়নের স্মরণী-মরণী এলাকায় ঘুরতে আসে পাঁচ বন্ধু। তাদের মধ্যে একজন স্থানীয় এক মুরং জুম ঘরে বন্দুক নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানতা বশত আরেক বন্ধু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আলীকদ‌মের দুর্গম কুরুক পাতা ইউনিয়নের স্মরণী-মরণী এলাকার স্থানীয় বসবাসকারী একজন মুরং সম্প্রদায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মির মাহাদ হাসান নাবিল বন্দুক নাড়াচাড়ার একপর্যায়ে অসাবধানতা বশত গুলি বেরিয়ে পাশে বসা আরেক বন্ধু মো. তোহা বিন আমিনের (২২) শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পর্যটক তোহা বিন আমিন (২২) ঢাকার ডেমরা থানার শান্তিবাগ এলাকার আল-আমিনের ছেলে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, কুরুক পাতায় কয়েকজন পর্যটক বেড়া‌তে গি‌য়ে মুরংদের ব্যবহৃত শিকারির একনলা দেশীয় বন্দুক নি‌য়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে পাশে থাকা বন্ধুর গা‌য়ে গুলি লাগে। এতে এক পর্যটক নিহত হন।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ঢাকা পোস্টকে ব‌লেন, মুরংদের শিকারির বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হ‌য়ে‌ছে।

এ ঘটনায় পুলিশ জড়িতদের আটক করেছে। বাকি তিনজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত পর্যটকের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে। ঢাকা থেকে উনারা এখন কুমিল্লা পর্যন্ত এসেছেন। আলীকদম পৌঁছাতে তাদের সময় লাগবে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...