প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৪:২৫ পিএম

আবুল কাশেম সাগর,রামু
বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খরুরিয়ার মুজিবুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মাইক্রো চালক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সিকদার পাড়া গ্রামের মরহুম রমিজ আহমদ সিকদারের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে নিহত মুজিব মঙ্গলবার মাইক্রোবাসের রির্জাব ভাড়া নিয়ে বগুড়া যায় সেখানে ট্রাকের সাথে মর্মান্তিক সংঘর্ষে গুরুত্বর আহত হয়ে মারা যান। এ ব্যাপারে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, খরুলিয়া এলাকার মাইক্রোচালক মুজিবুর রহমান বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের লাশ অাজ বুধবার রাতে খরুলিয়া পৌছবে বলেও জানান।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...