প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৮:৫৭ পিএম

গত ১৭ এপ্রিল উখিয়া ক্রাইম নিউজ ও কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত ” মনখালীতে ইয়াবা মেম্বার সহ আটক-৪, চাচা ভাতিজা সহ আতংকে শীর্ষরা” শিরোনাম সম্বলিত সংবাদের একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল মনখালীর ইউপি মেম্বার, চকিদার ও সুমন চাকমাকে ইয়াবা সহ আটক করে পুলিশ। উল্লেখিত সুমন চাকমার সাথে আমাদের পরিবারের জমি জমার বিষয়ে দ্বন্দ্ব আছে। সুমন চাকমারা আমাদের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলাও করেছে। মামলা নং-২৫০/১৮ উখিয়া, তারিখ- ১৪-০৭-২০১৮ইং। এ ব্যপারে স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার মানুষ অবগত আছে। সুমন চাকমা আটক হওয়ার পর আমাকে হয়রানীতে ফেলার জন্য পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত ইয়াবা সংক্রান্ত ঘটনায় আমিও জড়িত আছি বলে আমার বিরুদ্ধে শিকারোক্তিমূলক মিথ্যা জবানবন্দি দেয়। আমি কোনদিন ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলামনা, তা এলাকায় সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে বলে আশা রাখি। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি সংবাদটির তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এ নিয়ে প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ রাখছি।

প্রতিবাদকারী
মনসুর আলম
পিতাঃ হাজি কবির আহমদ
মাদারবনিয়া, উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...