উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০১/২০২৩ ৯:০০ পিএম

কক্সবাজারের পেকুয়ায় ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪, ২০ ও ২২ নং স্টেশনের সদস্য বলে জানা গেছে। তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে সড়ক নির্মাণকাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার থেকে আতঁরআলী পাড়া সড়কের নির্মাণকাজ চলছে। গত এক সপ্তাহ আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ শুরু হয়। ওই সড়ক নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল। আটক রোহিঙ্গা নাগরিকরা অল্প বেতনে শ্রমিক হিসেবে সেখানে কাজ করছেন শুরু থেকে।

উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গণি বলেন, ১১ রোহিঙ্গা আটকের খবর শুনেছি। তবে প্রকল্পে রোহিঙ্গারা কাজ করেন এটা জানতাম না।

এ বিষয়ে জানতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের বলেন, আমাদের আওতাধীন উজানটিয়ার একটি প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত কিছু রোহিঙ্গা নাগরিকদের আটকের কথা শুনেছি। এটা ঠিকাদার প্রতিষ্ঠানের দেখার বিষয়। তবে এরপরে ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করা হবে।

এ ব্যাপারে জানতে ঠিকাদার জোবাইরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, আটক রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...

উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী উৎসব

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই ...