ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৮:৪৬ পিএম

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে হাসিনা (২৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক হয়েছে। এসময় তার স্বামী পরিচয় দেওয়া মেজবাহ (৩৩) নামের এক বাংলাদেশি যুবককেও আটক করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। তারা এনআইডি ও অন্যান্য কাগজপত্র জমা দিলেও বায়োমেট্রিক যাচাইয়ের সময় ধরা পড়েন। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, গত তিন মাসে আরও তিনজনকে আটক করেছি।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, ঘটনার পরপরই হাসিনাকে পুলিশে দেওয়া হয়েছে। আমাদের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করা হয়েছে। রোহিঙ্গাদের আটকের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না। বিষয়টি কঠোর নজরদারিতে রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...