উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১০/২০২২ ৪:৩৪ পিএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে নগরের পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এ সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে শুরুতে বক্তব্য রাখছেন বিভিন্ন থানা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। পরে পর্যায়ক্রমে জেলানেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে মঙ্গলবার রাত থেকে গাড়িতে-হেঁটে বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীদের সমাবেশ যোগ দেয়।

এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে নগরে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ ঘিরে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। সমাবেশ করার জন্য বিভাগের সবচেয়ে বড় মাঠ বেছে নিয়েছি।’

গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাইয়ে হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত
তিনি আরও বলেন, ‘আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। আমরা কোনও ফাঁদে পা দেবো না। কারও উসকানিতে কান দেবো না। তবে বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে।’

বিএনপি সমাবেশে নৈরাজ্য করলে বসে থাকবে না চট্টগ্রাম আওয়ামী লীগ অন্যদিকে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপির সমাবেশে কোনো নৈরাজ্য হলে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি জনগণের জানমালের কোনো ক্ষতি করে তাহলে তার সমুচিত জবাব দিবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইসঙ্গে তাদের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলেছেন। তবে কোন রকম ফাঁদে এবং নিজে পড়ে কোনো রকম ঝামেলা সৃষ্টি না করারও নির্দেশনা দেন তারা

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...