
ডেস্ক রিপোর্ট::
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রতিনিধি দলের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে স্মারকলিপি দিয়েছেন।
তবে ১৫ জন যাওয়ার কথা থাকলে প্রথম ধাপে ইসিতে প্রবেশে করেন সাত নেতা। এরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
Advertisement
এরআগে ঐক্যফ্রন্টের স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়।
কমিশনের প্রবেশের চারটি পথেই অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন, পুলিশ এবং ডগ স্কোয়াড।
নিরাপত্তার অংশ হিসেবে নির্বাচন কমিশন ভবনের চারপাশে সাধারণ মানুষের প্রবেশে নানা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের প্রবেশের ক্ষেত্রেও পরিচয়পত্র যাচাই বাচাই করে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
পাঠকের মতামত