প্রকাশিত: ০২/০৩/২০১৭ ১১:০০ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
মাদ্রাসার ছাত্র হামিদ হোছাইন (১২) নিখোঁজ হওয়ার আড়াই মাস পরও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে আদৌ খুজে পাবে কিনা আশায় মা-বাবা অসহায়ত্ববস্থায় শংকিত হয়ে পড়েছে। নিখোঁজ ছেলেকে উদ্ধারের আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, হতভাগা অভিভাবক।

জানা যায়, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি গ্রামের দরিদ্র কৃষক ছৈয়দ হোছাইনের পুত্র হামিদ হোছাইন স্থানীয় দারুণ উলুম মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত। পিতা জানান, গত আড়াই মাস পূর্বে ছেলে মাদ্রাসার যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। সে থেকে অদ্যবধি নিখোঁজ ছেলেকে আতœীয়স্বজনের বাড়ী থেকে শুরু করে সম্ভাব্য বহু জায়গায় খোঁজাখুঁজি করে এখনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে ছেলের খুঁজে পিতা-মাতা প্রায় পাগল হয়ে পড়েছে।

মা সাবেকুন নাহার কান্না কণ্ঠে বলেন, আমার ছেলে হামিদ কে আর খুঁজে পাব কিনা জানি না। প্রতিদিন নিখোঁজ ছেলের সন্ধানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। কিন্তু ছেলেকে পাচ্ছি না। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, নিখোঁজ ছেলের পিতা-মাতা বিষয়টি তাকে অবহিত করেছে। পরিষদের পক্ষেও নিখোঁজ ছেলের সন্ধানে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নিখোঁজ মাদ্রাসার ছাত্র হামিদ কে কেউ সন্ধান পেলে মোবাইল নং- ০১৮৮২৪২৭৫৭০ ফোন করার জন্য পরিবারের পক্ষে অনুরোধ করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ: বিএনপি পিআর বুঝে না, প্রশাসনকে হুঁশিয়ারি

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ...

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...