প্রকাশিত: ১৩/০৭/২০১৯ ১০:২৮ এএম , আপডেট: ১৩/০৭/২০১৯ ১০:২৯ এএম

নারীর প্রতি পুরুষের দুর্বলতা পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে। আর সুন্দুরী নারী হলে তো কোনো কথাই নেই। প্রতিটি পুরুষই চায় তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। আর নারীর কিছু আলাদা গুণ আছে। যা একজন পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। সেই গোপন বিষয়গুলি একবার ঝালিয়ে নিতে পারেন।

ধর্মীয় বিশ্বাস: একজন নারী যদি প্রকৃত ধার্মিক হয়। একজন নারী ধার্মিক হলে সে নারী কতটা ধার্মিক তার চেয়ে সে ধর্মীয় অনুভুতি সম্পর্কে কতটা আস্থাশীল তার উপর একজন পুরুষের ওই নারীর প্রতি ভালোলাগার মাত্রা নির্ভর করে।

পরিপাটি জামা-কাপড়: পুরূষ বরাবর সুন্দরের প্রতিক। প্রত্যেক পুরুষই নারীর পরিপাটি সাজের আশিক। তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য্য মানের হতে হবে।

সুগন্ধী:মহিলাদের শরীরের মিষ্টি সুগন্ধ বরাবরি পুরুষের আকৃষ্টতায় নেশা ধরায়। এটি বাধ্যতামুলন নয় যে, নারীকে কোনো একটি পারফিউম ব্যবহার করতে হবে। নারীর women শরীরে প্রাকৃতিকভাবে যে গন্ধ থাকে, তা একধরনের প্রাকৃতিক অস্ত্র।

আত্মবিশ্বাস: আত্মবিশ্বাষী মানুষকে সকলেই পছন্দ করে। পুরুষকে আকৃষ্ট করতে নারীর আত্মবিশ্বাসের বিকল্প নেই। যে নারী তার সৌন্দর্য্য এবং ব্যাক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসী, পুরুষ তাকে ততটা বেশি পছন্দ করে।

হাস্যোজ্জলতা: সদা-সর্বদা হাস্যোজ্জল নারীকে পুরুষ পছন্দের শীর্ষে রাখেন। গোমড়ামুখো নারী পুরুষের প্রধান অপছন্দ।

সঙ্গীর নাম ধরে ডাকা: সমাজে অনেক পুরুষ আছে যারা তাদের স্ত্রীর মুখে তাদের নিজের নাম শুনতে ভালোবাসেন। বিশেষ করে স্বামী-স্ত্রী একা থাকলে স্বামীর কানে ফিসফিস করে তার নাম উচ্চারণ করে কথা বলা অনেক পুরুষের জন্য আনন্দদায়ক বিষয়।

সামান্য পিঠ খোলা: যদিও কথাটি শুনতে বিশ্রী শুনাচ্ছে? আসলে পুরুষ নারীর পিঠ সামান্য খোলা অবস্থায় দেখতে পছন্দ করে। তবে অবশ্যই কাপড় থাকতে হবে। পিঠের কটি হাড্ডির উপর পর্যন্ত।

পাঠকের মতামত

ইসলামে বিয়ের ১৫ উপকারিতা

সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...