প্রকাশিত: ০৮/০৬/২০১৬ ৭:৪৪ এএম , আপডেট: ০৮/০৬/২০১৬ ৭:৪৫ এএম

16161661বিনোদন ডেস্ক: বিয়ের পর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে স্বামীকে সঙ্গে নিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা করিম। এরপর বিগত প্রায় দুই বছর আর কোন টিভি অনুষ্ঠান বা নাটকে তাকে দেখা যায়নি।

দুই বছর পর দর্শক ছোট পর্দায় সারিকাকে দেখবেন তানিয়া আহমেদ নির্মিত ফ্যাশন বিষয়ক বিশেষ ঈদ অনুষ্ঠান ‘লাক্স স্টাইলচেক’এ। গত ৬ই জুন রাতে সারিকার পর্বটির দৃশ্য ধারণের কাজ শেষ করেন নির্মাতা তানিয়া আহমেদ। মারিয়া নূরের উপস্থাপনায় ফ্যাশনবিষয়ক নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সারিকা।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ের পর বেশ ক’টি টিভি শোতে অংশ নিয়েছিলাম।

এর বেশ কয়েক মাস পর আমি মা হলাম। তারপর একমাত্র কন্যাকে নিয়ে ব্যস্ত থেকেছি। যে কারণে টিভি অনুষ্ঠানে আমাকে দেখা যায়নি। ‘লাক্স স্টাইলচেক’ অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে আমার পর্বটি। ‘১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেড’ প্রযোজিত ‘লাক্স স্টাইলচেক’ অনুষ্ঠানে আসছে ২৪শে মে জুন সারিকাকে দেখা যাবে একযোগে ১৬টির বেশি টিভি চ্যানেলে।

এদিকে অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা আছে কিনা এমন প্রশের জবাবে সারিকা বলেন, এবারের ঈদে অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী ঈদে হয়তোবা অভিনয়ে ফিরতেও পারি। সেটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে, দেখা যাক কি হয়। মা,জ,অ

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...