প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৭:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ এএম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার সময়ে এক কিশোরী ও প্রতারককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের জালকুড়ির আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে দুজনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

ওই কিশোরী ও প্রতারকের ভাষ্য থেকে পাসপোর্ট ও পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, কিশোরীটি মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা। কারণ সে নিজেও এটা স্বীকার করেছে।

আটককৃতরা হলো কিশোরী আছমা (১৮) ও মাঈনুদ্দিন আহমেদ (৫৫)। মাঈনুদ্দিন আহমেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সৈয়দপাড়া এলাকার মনির আহমেদের ছেলে।

নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, দুপুরে পাসপোর্ট করার সময় আমাদের কর্মকর্তাদের কাছে আছমার নাম পরিচয় জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলে। তখন সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামের ব্যক্তিও একেক সময় আছমার একেক ধরনের পরিচয় দেয়। পরে সে স্বীকার করে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে আছমাকে নিয়ে এসে টাকার বিনিময়ে বাবা সেজে পাসপোর্ট করতে এসেছিল।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান, আছমা তার নাম-ধাম-পরিচয় কিছুই ঠিকভাবে বলতে পারেনি। শুধু জানিয়েছে সে রোহিঙ্গা ক্যাম্পে ছিল। কিন্তু কোন ক্যাম্পে সেটা জানাতে পারেনি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আছমাকে বিদেশ পাঠাবে বলে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথমে কুমিল্লায় পরে পাসপোর্ট করার জন্য নারায়ণগঞ্জে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মাঈনুদ্দিন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...