উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৭:০৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও ঢাকায় একসাথে দেখা গেছে কক্সবাজারের দুই বিএনপি নেতাকে। উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কক্সবাজার জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এই আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি মশাল মিছিল সহ পূর্নবিবেচনার দাবীতে সমর্থকদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তারেক রহমানের অভ্যর্থনাস্থল ঢাকার তিনশ ফিটে দলীয় নেতাকর্মীদের সাথে একসাথে দেখা যায় শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহকে।

আব্দুল্লাহ সহ একটি ছবি দিয়ে শাহজাহান চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’২৫ উপলক্ষে উখিয়া-টেকনাফ একজোট, ধানের শীষে দিবে ভোট।’

এ প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, ‘ঐক্যই আমাদের বড় শক্তি, উখিয়া টেকনাফের মানুষ ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।’

অন্যদিকে আব্দুল্লাহ জানান, ‘তারেক রহমান বারবার বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি
তবে কোনো অন্যায়ই টিকে থাকতে পারে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। উখিয়া উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, ‘আমরা নির্বাচনের মাঠেও এমন দৃশ্য দেখতে চাই, একতার বিকল্প নেই এতে দলেরই লাভ।’

শাহজাহান চৌধুরী ইতিমধ্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্যদিকে আব্দুল্লাহও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন এমন খবর ছড়ালেও তার আপন ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি ‘ভুয়া’ দাবী করেছেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী কক্সবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী, বৃহস্পতিবার সকালে ২২ বছর পর হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...