রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া, টেকনাফ
প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ৯:২১ এএম , আপডেট: ০৩/০৭/২০২৩ ৯:২৩ এএম

টেকনাফ উপকূলীয় বাহারছড়ায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে শামলাপুর গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে এলজিইডি সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নানার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তিন বছরের শিশু আফনান ঘটনাস্থলে প্রাণ হারান। ইতিবাইকটি চালাচ্ছিল একজন ১২ বছর বয়সী শিশু চালক। চালকের অদক্ষতার কারণেই এই দূর্ঘটনা হয় বলে নিহত শিশুর স্বজনরা অভিযোগ করেন। ঘাতক ইজিবাইকের মালিক বাহারছড়া-হোয়াইক্যাং ঢালারমুখ এলাকার নুর নবী। সেই দীর্ঘদিন ধরে তিনি শিশু চালাকের মাধ্যমে টমটম চালিয়ে আসছেন।

নিহত শিশু আফনান বাহারছড়ার স্থানীয় জাহাজপুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের পূত্র। এই ঘটনায় নিহত শিশু আফনানের নানা ও দাদার পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ মা কখনো হুঁশ বা কখনো বেহুঁশ পড়ছেন।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মছিউর রহমান জানান শিশু আফনানকে চাপা দেওয়া ইজিবাইকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিক্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...