প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৮:২০ এএম

শাহীনশাহ, টেকনাফ

টেকনাফের বাহারছড়ায় ইউনিয়ন পরিষদে মাতৃকল্যাণ ভাতাভোগিদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বেসরকারী সংস্থা হেলথ কক্স। ৩০ মে সকাল ১০ টায় পরিষদের হলরুমে ৩০ জন মাদের নিয়ে শুরু হয়। বিকাল ৩ টা হতে না হতেই পশিক্ষণটি শেষ হয়ে যায়। প্রশিক্ষণটি পরিচালনা করেন হেলথ কক্সের কর্মী রফিকুল ইসলাম। জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় বেসরকারী সংস্থা হেলথ কক্স ৫ দিন ব্যাপী প্রসব পরবর্তী ও গর্ভবতী ষাটজন মাদের নিয়ে প্রশিক্ষণটি আয়োজন করা এবং প্রতি অংশগ্রহণকারীর দৈনিক ৪০ টাকা করে ভাতার সুবিধা রয়েছে। কিন্তু ওই কর্মী পাঁচ দিনের পরিবর্তে একদিনে ৩০ জন অংশগ্রহণকারীদের নিয়ে প্রশিক্ষণটি শেষ করে। জানতে চাইলে হেলথ কক্সের কর্মী রফিকুল ইসলাম বলেন, ৩১ জন নিয়ে প্রশিক্ষণটি করা হয়। পাশাপাশি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাঁচ দিনের প্রশিক্ষণ একদিনে শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। সংবাদের সত্যতা নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদুল অলম বলেন, অনিয়ম ও দূর্নীতির মধ্য দিয়ে ৩০ জন অংশগ্রহণকারীদের ভাতা প্রদান করে বাকি টাকা পকেটস্থ করেছে বলে জানান । এ বিষয়ে টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির বলেন, মহিলাদের সুবিধার্থে একদিনে করা হয়েছে। তবে অনিয়ম হলে পুনরায় প্রশিক্ষণটি করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...