প্রকাশিত: ২১/০৩/২০২০ ১২:৫২ পিএম

চীন থেকে ১০ হাজার কিটস আসছে, যে কোন সময় চাটার্ড প্লেনে দেশে পৌঁছবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

প্রবাসীদের বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বিভিন্ন দেশ মেয়াদ বাড়াবে; এটা নিয়ে দুঃশ্চিন্তার কারণ নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০টি দেশের ফ্লাইট বন্ধ করা হয়েছে। তবে পুরো দেশকে লক ডাউন করা সম্ভব নয় বলেও জানান তিনি।

পাঠকের মতামত

সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার ...