
রিদুয়ানুর রহমান,উখিয়া::
উখিয়া ডিগ্রী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ও রাজাপালং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, কুতুপালং নিবাসী আলতাফ হোসেনের পুত্র নুরুল হাকিমের নামাজে জানাজা আজ বৃহষ্পতিবার কুতুপালং উত্তর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। নুরুল হাকিমের শেষ বিদায়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য বাদশা মিয়া চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিক, সাধারণ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, প্রবাসী সৌদিআরব বিএনপি নেতা শাহআলম হেলালী, সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।
পাঠকের মতামত