ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২৫ ৬:৫৪ পিএম

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) ৪ জন সদস্য ও জান্তা সেনাবাহিনীর ১ সদস্যকে আটক করেছে বিজিবি।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীন মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২ হতে দেড় কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় মিয়ানমার সেনা ও বিজিপির ৫ জন সদস্য স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন। পরে খবর পেয়ে ৩৪ বিজিবি অধীন মংজয় পাড়া বিওপির টল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথু রা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২), এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঢাকা মেইলকে জানান, মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য আটকের বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। থানায় হস্তান্তর করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ার নিদানিয়ায় ত্রাসের রাজত্ব: ‘ডাকাত ভুট্টো’র দাপটে আতঙ্কিত জনপদ

উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের ...

জামায়াত নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় ...

বিরোধী নেতাকে ‘রোহিঙ্গা’ প্রার্থী বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৮ ...

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...