আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২৩ ৮:৫৯ এএম

অবরুদ্ধ গাজা ছিটমহলে অব্যাহত বোমাবর্ষণে জ্বালানি সংকটের কারণে দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতাল সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

রোববার (১২ নভেম্বর) প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পিআরসিএস এক বিবৃতিতে জানায়, “চলমান ইসরায়েলি বোমাবর্ষণে চিকিৎসা কর্মী, রোগী এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে,” ফিলিস্তিনিদের চিকিৎসা ও আশ্রয়ের জন্য ভয়কে তীব্রতর করে।

তারা জানায়, “পরিষেবা বন্ধের কারণ উপলব্ধ জ্বালানি এবং বিদ্যুৎ বিভ্রাটের অবক্ষয়। চিকিত্সা কর্মীরা রোগীদের এবং আহতদের যত্ন প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, এমনকি ভয়ানক মানবিক পরিস্থিতি এবং চিকিৎসা সরবরাহ, খাদ্য এবং পানির অভাবের মধ্যেও অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র টমাসো ডেলা লঙ্গা বলেছেন, আল-কুদস হাসপাতাল গত ছয় থেকে সাত দিনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আল-কুদস হাসপাতাল আল-শিফা হাসপাতালে যোগদান করেছে। উত্তর গাজার আরেকটি প্রধান স্বাস্থ্যসেবা সুবিধা এটি। বর্তমানে এটিতেও নতুন রোগীদের জন্য সেবা বন্ধ রয়েছে। কর্মীরা বলছেন, ইসরায়েলি বোমাবর্ষণ এবং জ্বালানী ও ওষুধের অভাবের কারণে যাদের ইতিমধ্যেই চিকিত্সা করা হচ্ছে তাদের মৃত্যু হতে পারে।

ফিলিস্তিনি ছিটমহলের উত্তরে হাসপাতালগুলো ইসরায়েলি বাহিনী দ্বারা অবরুদ্ধ হয়ে আছে। ভিতরে থাকা লোকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা। প্রতিদিন বেশি মানুষ নিহত ও আহত হচ্ছে, কিন্তু আহতদের যাওয়ার জায়গা কম এবং কম।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ইসরায়েলি বোমা হামলঅ “চিকিৎসা কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকদের সমানভাবে আতঙ্কিত করছে”।

ইসরায়েলি হামলায় পাঁচ সপ্তাহে গাজায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...