ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১১/২০২৫ ৯:৩৬ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ২০০ বছরের প্রাচীন দক্ষিণ হ্নীলা (নীলা) বড় বৌদ্ধ বিহারটি দীর্ঘদিনধরে অবৈধভাবে দখলে রেখেছিল উখিয়া টেকনাফের সাবেক এমপি মোহাম্মদ আলীর তিন ছেলে।

রাশেদ (সাবেক চেয়ারম্যান), মাহাবুব মোর্শেদ, তারেক মোহাম্মদ রনী। তারা ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ একযুগ দখলে থাকার পর অবশেষে উদ্ধার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে কিছু অংশ উচ্ছেদ করে বিহার কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে বিহারটি পরিদর্শন করেন ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, ট্রাস্টের সদস্য মংহ্লাচিং, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন, হ্নীলা বৌদ্ধ বিহারের সভাপতি ক্যজঅংসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

পরিদর্শন শেষে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা বলেন, “স্বাধীনতার পর এটি দেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার। রামু বৌদ্ধ মন্দিরে হামলার আগেই একটি গোষ্ঠী এই বিহার দখল করে নেয়। তারা বিহারের জমি দখল করে ঘর তৈরি করে ভাড়া দিত। দীর্ঘ আন্দোলন ও সংবাদমাধ্যমের সহযোগিতায় অবশেষে প্রশাসন কিছু অংশ উচ্ছেদ করেছে। আমরা চাই অবশিষ্ট অংশও দ্রুত উদ্ধার হোক, যাতে এখানকার বৌদ্ধরা আবারও স্বাধীনভাবে ধর্মীয় অনুশীলন করতে পারেন।

বিহার কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোহাম্মদ আলীর পরিবার অবৈধভাবে জমি দখল করে রেখেছে। আদালতের রায় বিহারের পক্ষে থাকলেও এতদিন তা কার্যকর হয়নি। সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদনের পর সম্প্রতি প্রশাসন আংশিক উচ্ছেদ অভিযান চালিয়েছে।

বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলেন, উপজেলা প্রশাসন যদি আরও আন্তরিক হয়, তাহলে দ্রুতই সম্পূর্ণ বিহার এলাকা দখলমুক্ত করে পুনরায় ধর্মীয় কার্যক্রম চালু করা সম্ভব হবে।

পাঠকের মতামত

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ ...

উন্মুক্ত হলেও সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ : পর্যটকহীনতা ও শর্তই মূল বাধা

সরকারি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও নভেম্বর মাসে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ ...