প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৮:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৩ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

রামুর গর্জনিয়ার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাকাত জাহাঙ্গীরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। নাইক্ষ্যংছড়ির বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ, উপপরিদর্শক আবু মুসা সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৩০জুন) সকালে বড়বিলের গহীণ অরণ্য থেকে তাকে গ্রেপ্তার করে। সে উত্তর বড়বিল গ্রামের আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২০০৮ সনে নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় সাত বছরের সাজার রায় হয়। তখন থেকেই সে পলাতক ছিল।

বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ-উপপরিদর্শক আবু মুসা বলেন, ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে সাত বছরের সাজার রায় ছাড়াও চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে গত দুদিন আগে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে সারা রাত আমরা অভিযান চালিয়েছিলাম। সর্বশেষ অভিযানে আমরা নানা পন্থা অবলম্বন করে সফল হয়েছি।

রামুর কচ্ছপিয়ায়

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামুর কচ্ছপিয়ার তুলাতলী গ্রামে অভিযান চালিয়ে ১ বছর ২মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে দৌছড়ি দক্ষিণকুল গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) জুয়েল বড়–য়া সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার সকালে কৌশলে তাকে গ্রেপ্তার করে। জুয়েল বড়–য়া বলেন, যৌতুক আইনে দায়ের হওয়া মামলায় সাজার রায় হওয়ার পর নুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিল।

পাঠকের মতামত

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...