প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৩:৪০ পিএম

নিউজ ডেস্কক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোন জঙ্গি রেহাই পাবে না। তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়ছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও সাদ্দাম নামে তার এক সহযোগী নিহত হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

আসাদুজ্জামান খাঁন বলেন, উত্তরবঙ্গের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সাদ্দাম জড়িত ছিলেন। আর মারজান হলো পরিকল্পনাকারীদের একজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারজান ও সাদ্দামকে অনেক দিন ধরে খোঁজা হচ্ছিল। দুজনই নিহত হয়েছে। জঙ্গিদের কেউ বাদ যাবে না। মুসাও বাদ যাবে না। এরা শিগগিরই ধরা পড়বে। বাংলাদেশে পালিয়ে থাকার কোনো অবস্থান তাদের থাকবে না।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...