প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৯:৩০ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার কোটবাজার স্টেশনে সন্ত্রাসী হামলায় পরিবহন মালিক মোহাম্মদ ইসহাক (৩৪) গুরুতর আহত হয়েছে। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ করে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, উখিয়া উপজেলার রুমখা চৌধুরী পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ আহমদের পুত্র মোহাম্মদ ইসহাকের মালিকাধীন ট্রাক (যার নম্বর হবিগঞ্জ-ট-১১০০৫ ) অতিরিক্ত পন্য পরিবহন করে আসছিল। অস্থায়ী ড্রাইভার খাইরুল হক মালিককে না জানিয়ে লোভে বশি:ভুত হয়ে অতিরিক্ত ইট বোঝাই করে নেওয়ার সময় মালিক ইসহাক ট্রাকটি থামিয়ে কারণ জানতে চায়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সন্ধ্যায় কোটবাজার স্টেশনের উত্তর পাশে ড্রাইভার খাইরুল হক ক্ষুদ্ব হয়ে মালিক ইসহাকের উপর সন্ত্রাসী হামলা চালায়। ইটের আঘাতে গুরুতর আহত ইসহাককে রক্তাত্ব অবস্থায় স্থানীয় জনগন উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লেন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। উক্ত ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিক যৌথভাবে সড়কে ব্যরিকেট দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের সহ একদল পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ব্যরিকেট তুলে নেন। আহতের পিতা মুক্তিযোদ্ধা মুফিজ আহমদ জানান সন্ত্রাসী হামলার সময় আমার ছেলে ইসহাকের কাছ থেকে ৬৪ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা । এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...