প্রকাশিত: ২৬/০৪/২০২০ ১১:২৩ এএম , আপডেট: ২৬/০৪/২০২০ ১২:২২ পিএম

তাসপ্রিয়া বিনতে কাশেম,উখিয়া::
উখিয়া উপজেলার কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের অন্তত ২০ দোকান পুড়ে গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোররাতে বাজারের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া ভুট্টো মার্কেটে এ আগুন লাগে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ২০ দোকানে ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিক ভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

উখিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বরত ডিউটি অফিসার আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিসের থেকে আগুনের সুত্র তা এখনো জানাযায়নি।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...