মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/১২/২০২৫ ১:৩৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনপূর্ব অনিয়ম অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় জন্য কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ৪ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসন সহ দেশের ৩০০ টি আসনের ৩০০ জন বিচারক নিয়োগ দেওয়া হয়।

কক্সবাজারের সংসদীয় আসন গুলোতে নিয়োগপ্রাপ্তরা হলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়া চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ আবদুর রহমান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে চট্টগ্রামের মহানগর যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আশিকুর রহমান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে কক্সবাজারের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল কাদের এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন। নিয়োগপ্রাপ্ত বিচারকগণ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বলে গণ্য হবে।
দায়িত্বপ্রাপ্ত বিচারকগণ রোববার (১৪ ডিসেম্বর) নিয়োগ পাওয়ার সাথে সাথেই নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন। বিচারকগণ গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১এ এবং ৯১এএ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনপূর্ব অনিয়ম অনুসন্ধান করার পাশাপাশি ৭৩, ৭৫, ৭৭ এবং ৯১বি এর (৩) ধারার আওতাধীন অপরাধ সমুহের সংক্ষিপ্ত বিচার করবেন। একইসাথে নির্বাচনে কোন অনিয়ম সংগঠিত হলে বা আচরণ বিধি লংগন হলে তা ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে অবহিত করার লক্ষ্যে জেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা নির্বাচন অফিসার তা নির্বাচন কমিশনের সচিব সহ সংশ্লিষ্ট সকলের কছে প্রেরন করবেন। প্রজ্ঞাপন জারি হওয়ার দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালন করবেন

পাঠকের মতামত

সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...