চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...
স্টাফ রিপোর্টার::
৯৪ দিন লন্ডনে চিকিৎসার জন্য অবস্থান শেষে ঢাকায় ফিরেই কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সফরের উদ্দেশ্যে শনিবার সকালেই ঢাকা ছাড়ছেন তিনি। এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
আজ বুধবার তার স্বাক্ষরিত একটি সূচিতে জানানো হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানের নিজ বাসভন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে খালেদা জিয়া রওনা হবেন। ঢাকা থেকে ফেনী ও চট্টগ্রাম হয়ে তিনি কক্সবাজার পৌঁছাবেন রোববার। এদিন সকাল ১১টায় সেখাকার বালুখালী ও বিভিন্ন স্থানে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন খালেদা জিয়া। এরপর ৩০শে অক্টোবর চট্টগ্রামে যাত্রাবিরতি শেষে ৩১শে অক্টোবর ঢাকায় ফিরে আসবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
পাঠকের মতামত