প্রকাশিত: ২৮/১০/২০১৯ ১২:২১ পিএম

কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাতলী লাইট হাউস পাড়ায় স্বামী স্ত্রী পরিচয়ে থাকা দুই এনজিও কর্মীকে জনতা কটেজে আটক করে পুলিশে দিয়েছে। তারা দীর্ঘদিন যাবত কলাতলী লাইট হাউস পাড়ায় স্বামী স্ত্রী পরিচয়ে এক সাথে থেকে আসছে। এই যুগল কে দেখে এলাকার স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা তাদের গতিবিধি লক্ষ্যে করে গোপনে খবর নিলে বের হয় আসল সত্য।

অনেক দিন যাবত এই মহিলা ও এই লোকটি লাইট হাউজ পাড়ার কোন একটা ভাড়া ঘর নিয়ে থাকত এরা দুজন।পরিচয় দেয় এনজিও’তে চাকরি করে তারা। এইভাবে চলতে থাকে দিন এবং যৌন ব্যবসা।

তাদের চলাচলে সন্দেহ হলে আজ ২৭ শে অক্টোবর রোজ রবিবার বিকেল ৩ টার দিকে স্থানীয় যুব সমাজের কয়েক জন যুবক তাদের পিছু নিয়ে দেখে সেই স্বামী স্ত্রী পরিচয়ে থাকা যুগলটি একটি কটেজে ঢুকে এবং সাথে থাকে আরো একজন যৌন কর্মী। পরে আমরা যুব সমাজ ও এলাকার লোকজন মিলে তাদের কে হাতে নাতে ধরি এবং আটক করি।

আটকের পর স্থানীয় জনগণ ঐ এলাকার কাউন্সিলার কাজী মোরশেদ আহাম্মদ (বাবু) কে মোবাইল ফোনে এই বিষয়ে জানালে তিনি বলেন – আমি অন্যায় কে কখনো পশ্রয় দেইনি এবং দেবো না তোমরা তাদের আটক করে রাখো আমি থানায় কল দিয়ে পুলিশ পাঠাচ্ছি। পরবর্তীতে তিনি থানায় কল দিয়ে পুলিশ পাঠালে পুলিশের হাতে স্থানীয় জনগণ তাদের পুলিশের হাতে তুলে দেন।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...