ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৫ ৬:৫৬ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নিজের যমজ দুই পুত্রসন্তানের নাম রেখেছেন কক্সবাজারের এক জামায়াত কর্মী।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নম্বর ওয়ার্ড শহর শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নামকরণ প্রসঙ্গে আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্নেহের কর্মী জহুর আলমের ঘরে মহান আল্লাহর রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তান জন্ম নিয়েছে। মা-বাবার অনুমতি নিয়ে শহীদ ওসমান হাদির নামানুসারে আমি তাদের নাম রেখেছি।’

তিনি আরও জানান, যমজ দুই ভাইয়ের একজনের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’ এবং অন্যজনের ‘হোসাইন হাদি’। আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এই বীরের নামে দুই নবজাতক সমাজে পরিচিত হবে– এটি তাদের কাছে বড় সৌভাগ্যের বিষয়।

শহীদ ওসমান হাদিকে ‘চিরকালের অনুপ্রেরণা’ উল্লেখ করে বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি একটি ইতিহাস, আমরা তাকে কখনোই ভুলব না। উনার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...