ইউনূস-খালেদার নামে মামলার কারিগর এখন কক্সবাজারে
আনছার হোসেন:: আওয়ামী লীগ সরকারের আমলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের ...
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরায় ছাদ থেকে পড়ে মোহাম্মদ মুসা (১৬) নামের এক কিশোর মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। সোমবার ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ মুসা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের পুত্র।
সোমবার বিকেলে পরিবারের সকলের অজান্তে ব্রাজিলের সমর্থক মোহাম্মদ মুসা পতাকা টাঙাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মোহাম্মদ মুছাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে
পাঠকের মতামত