ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ৭:০৫ পিএম , আপডেট: ০৯/০৫/২০২৫ ৭:০৮ পিএম


কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মোহাম্মদ মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়দের ফেলা একটি জালে তার মরদেহ উদ্ধার করা হয়।


শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা ও স্থানীয় স্কুলশিক্ষক বেদারুল আলম।


নিহত মাহিদ কক্সবাজার সদরের হারুনুর রশিদের ছেলে এবং রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে হঠাৎ মাহিদ পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খুঁজতে থাকেন এবং একপর্যায়ে একটি জালে মাহিদের নিথর দেহ উঠে আসে।


মাহিদের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে বলে জানান মামা বেদারুল।


এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ঘটনার খবর পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...