নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ৮:২২ এএম , আপডেট: ১৯/০৯/২০২৫ ৮:২৩ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নলবনিয়া এলাকায় প্রকাশ্যে চলছে ইয়াবা, মদ ও জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার মির আহমদ ছেলে মনির আহমদ (প্রকাশ মনিয়া) নিজের বাড়িকে মাদক ও জুয়ার আড্ডাখানায় পরিণত করেছে।

দিন-রাত সেখানে বসে স্থানীয় ও বাইরের বিভিন্ন লোকজন। ইয়াবা সেবন, মদপান ও জুয়ার আসরে প্রতিদিনই ভিড় লেগে থাকে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কিশোর-তরুণরা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে।

এর ফলে মাদকসেবীদের সংখ্যা বেড়ে যাওয়ায় নলবনিয়া এলাকায় বাড়িঘরে চুরি, ছিনতাই ও ছোটখাটো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান “আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি। রাতের বেলা অচেনা লোকজন আসা-যাওয়ায় শান্তিতে থাকতে পারি না।”
আরেকজন জানান, “ মনিয়ার বাড়িতে প্রতিদিনই মদ ও জুয়ার আসর বসে। শৃঙ্খলা বাহিরে জানলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...