প্রকাশিত: ০২/১০/২০১৬ ৮:৪৫ পিএম , আপডেট: ০২/১০/২০১৬ ৮:৪৬ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজারে এবার দুইশো ছিয়াশিটি মন্ডপে অনুষ্টিত হবে শারদীয় দূর্গাপূজা । ইতিমধ্যে সকল মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে পুরোদমে। ১১ অক্টোবর বিশ্বের দীর্ঘতম সৈকতে অনুষ্টিত হবে দেশের বৃহত্তম প্রতিমা নিরঞ্জন অনুষ্টান।

সে লক্ষে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি।

রোববার সকাল সাড়ে ১১টায় লালদীঘিরপাড়স্থ কার্যালয়ে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশের সভাপতিত্বে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সাধারন সম্পাদক বাবুল র্শমাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল র্শমা জানান, শারদীয় দুর্গা পুঁজা অনুষ্ঠান নির্বিঘ্নে করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবকদল নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...