প্রকাশিত: ২৯/০৬/২০২০ ৬:০৫ এএম

মহিউদ্দিন মাহী::
মহামারির ঢেউ যেন লেগেই আছে কক্সবাজারে। নভেল করোনাভাইরাস কোভিড-১৯ একদিনেই পজিটিভ হয়েছে ১০৪ জন।

রোববার (২৮ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সন্দেহভাজন নমুনা পরীক্ষা হয়েছে ৪৯২ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ১০১ জন। আর ফলোআপ হিসেবে পুরাতন রোগী রয়েছেন ৩ জন।

কমেকের ল্যাবে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সর্বাধিক ২৫ জন বাসিন্দা কক্সবাজার সদর উপজেলাতেই রয়েছেন। রামুতে ৮ জন, উখিয়ায় ৮ জন, টেকনাফে ৮ জন, চকরিয়ায় ৯ জন, পেকুয়ায় ৩ জন, মহমেখালী ৬ জন, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৭ জন, বান্দরবানে ২০ জন, চট্টগ্রামের সাতকানিয়ায় ৬ জন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ১জন রোহিঙ্গা রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্যমতে, কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৯২ জনের, নেগেটিভ হয়েছে ৩৮৮ জনের।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...