কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার
চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের তৎপর অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ...
কক্সবাজার সফরে এসেছেন ঢাকাস্থ বৃটিশ,কানাডা ও অষ্ট্রেলিয়ার হাই-কমিশনাররা।৮ ফেব্রুয়ারী সকালে একটি বেসরকারী বিমানে করে কক্সবাজারে পৌছেন।
এরপর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান মহোদয়ের সাথে মতবিনিময় করেন ঢাকাস্থ বৃটিশ হাই-কমিশনার H. E. Ms. Alison Blake, কানাডা’র হাই-কমিশনার H. E. Benoit Pierre Laramee এবং অষ্ট্রেলিয়া’র হাই-কমিশনার H. E. Ms Julia Niblett-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পাঠকের মতামত