
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের একটি ফ্লাইট । এ ঘটনায় ঢাকাগামী এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রায় এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজাট গোলাম মর্তুজা। তিনি জানান, ‘ ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে ৭২ জন যাত্রীর ফ্লাইটটি অক্ষত রয়েছে এবং যথারীতি আকাশে উড্ডয়ন করেছে। ‘ তিনি জানান, সন্ধ্যার পর কক্সবাজার বিমান বন্দরে কুকুরের উপদ্রব বেড়ে যায়।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা অভিমুখী এয়ারএস্ট্রার ফ্লাইট ২এ-৪৫০ ট্যাক্সিওয়েতে রানওয়ে-১৭ এর দিকে যাওয়ার সময় একটি কুকুর বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের সঙ্গে ধাক্কার ঘটনাটি ঘটে।
সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে সিভিল টার্মাকে ফিরে আসে।
পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দর ফায়ার সার্ভিসের একটি দল দুইজন পরিচ্ছন্নতাকর্মীসহ মৃত কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়। এরপর এয়ারক্রাফটের পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত করেন, ফ্লাইটের প্রযুক্তিগত কোনো সমস্যা নেই।
সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।
কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার কাজে ১৮৯ জন আনসার পালাক্রমে ডিউটি করে যাচ্ছেন। তারপরও কুকুরের উপদ্রব থামানো যাচ্ছে না।
পাঠকের মতামত