প্রকাশিত: ২৫/১২/২০১৬ ৮:২০ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীই সাবেক সংসদ সদস্য। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক। একসময় জেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

জেলা নির্বাচন অফিসে দেয়া হলফনামার তথ্য অনুযায়ী, মোস্তাক আহমদের কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫৫ হাজার টাকা। বাড়ি ভাড়া থেকে পান ২০ হাজার টাকা। তাঁর কৃষিজমি আছে ৫ একর, অকৃষি ২ একর। নগদ টাকা আছে ২ লাখ। ব্যাংকে জমা মাত্র ১০ হাজার টাকা। কক্সবাজার কৃষি ব্যাংকে তাঁর দেনা ৪৪ লাখ ৭৫ হাজার টাকা। অন্যদিকে মোস্তাক আহমদ চৌধুরী ‘স্বশিক্ষিত’। তাঁর নামেও কোনো মামলা নেই। তাঁর ছেলে ও মেয়ে বিদেশে অবস্থান করলেও তাঁদের আয়ের বিষয়টি হলফনামায় উল্লেখ নেই।

এদিকে, প্রতিদ্বন্দ্বি এইচ এম সালাহ উদ্দিন মাহমুদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। চকরিয়া উপজেলা পরিষদেও চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য।

সাবেক এ এমপি এইচ এম সালাহ উদ্দিন মাহমুদের ব্যবসা থেকে আয় বছরে ২ লাখ ৬০ হাজার টাকা। কৃষি খাতে আয় ১৫ হাজার টাকা। কৃষিজমি ৫ একর, অকৃষি ২ একর। ব্যাংকে জমা ৩ লাখ টাকা। নগদ আছে ৫০ হাজার টাকা। ব্যাংকে দেনার পরিমাণ ১৫ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা

বিকম। তাঁর নামে কোনো মামলা নেই। এইচ এম সালাহ উদ্দিন মাহমুদের নির্ভরশীল ব্যক্তিদের বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ৪ লাখ টাকা। ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...