প্রকাশিত: ২২/০২/২০২১ ১:৩০ পিএম

যাত্রীবাহী চট্টগ্রামমুখী মারছা পরিবহনের সাথে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রামমুখী মারছা পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। চুনতি ফরেস্ট গেট এলাকায় বাসটির ডান পাশে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি। ফলে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘নিহত বাসযাত্রীদের নাম-পরিচয় এখনও জানতে পারিনি।’

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...