প্রকাশিত: ১৭/১০/২০১৭ ৬:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৯ পিএম

মোঃ আবছার কবির আকাশ :
কক্সবাজার কলেজ গেইটের সামনে মিনি পিকআপ ও সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
মঙ্গলবার (১৭ অক্টোবর ) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার সড়কের কক্সবাজার সরকারী কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন – বাংলাবাজার এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ শাহীন (২০),পেকুয়ার রেজাউল হক রেজা (৩০), পেকুয়ার জাহাঙ্গীর আলম আহত বাকী ২ জন গুরুতর হওয়ায় তাদের তথ্য পাওয়া যায় নাই।
আহতদের সবাইকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষদর্শী কলেজ ছাত্রী সালমা রহিম জানান, লিংকরোডের দিক থেকে আসা সিএনজি (কক্সবাজার -থ-১১-২৬৬০) ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী মিনি পিকআপ (চট্টমেট্টো -ন-১১-২৬৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি ধুমড়ে মুছে যাই এতে ৫ জন গুরুতর আহত হই ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে ।
তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম রুপালী সৈকতকে ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চালক সহ ৫ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের ব্যাপারে খোঁজ নিতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে এনে যান চলাচল স্বাভাবিক করা হয় ।
দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট মত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...

‘ রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ‘যুদ্ধাপরাধ’ করছে ‘ – ফোর্টিফাই রাইটস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ...